Posts

Showing posts from March, 2017

মেয়ে 18+

একটি মেয়ে ও একটি ছেলের ফেসবুক চ্যাট করছে..... মেয়ে : kemon achen? ছেলে : ভাল। আপনি? মেয়ে : valo achi. ki koren? ছেলে : কিছু না। মোবাইল গুঁতাই। কেন..? মেয়ে : Free thakle ekta kotha boltam. ছেলে : জ্বী বলুন। মেয়ে : kivabe bolbo bujhte parchi na. ছেলে : আপনি বলুন। আমি কিছু মনে করবো না। মেয়ে : bishoy ta apni kivabe niben shetai vabchi. ছেলে : আমি খুব সহজ ভাবে নিব। প্লিজ বলুন। (ছেলেটি খুব এক্সাইটেড) মেয়ে : na mane ami bolte chassi.... ছেলে : বলুন! প্লিজ বলুন..! মেয়ে : I love you. : ছেলেটি তো অজ্ঞান হবার অবস্থা কিন্তু না, তা আর হল না। ছেলেটি রিপ্লাই দেওয়ার আগেই মেয়েটা আবার ম্যাসেজ দিল, মেয়ে : eta ektu banglay likhe den na plzzzz. Ekjon ke   SMS   korbo. By- Poresh Janson

স্ত্রী 18+

স্ত্রী: একটা কথা বলবো? স্বামী: হ্যাঁ গো, অবশ্যই; বলো স্ত্রী: মারবে নাতো? স্বামী: কী বলছো, তোমাকে মারবো কেন? স্ত্রী: রাগ করবে নাতো? স্বামী: একদমই না, কী হয়েছে বলতো স্ত্রী: আমি কনসিভ করেছি, প্রেগন্যান্ট স্বামী: হুরররে !!! পাগলী বলে কী, এটাতো শুভ সংবাদ; ভয় পেয়েছিলে কেন? স্ত্রী: কলেজে পড়ার সময় একবার আব্বুকে বলার পর প্রচুর মার খেয়েছিলাম… 18+

sir

Sir:Bangla   6 ritur name bolo? Stu: Grishmo,MA,BABA,KAKA,Shit & Bosonto. Sir:What? Stu: sir,Amar mar nam borsha, babar nam Sorot & Kakar nam hemonto.
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে । হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে হে ।। বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো, স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে হে ।। সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছ তার আছে তব স্নেহ- নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে হে । তুমি ছাড়া কেহ সাথি নাই আর, সমুখে অনন্ত জীবনবিস্তার- কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে হে ।। জানি শুধু তুমি আছ তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি, যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানিনে হে । জানি আমি তোমায় পাব নিরন্তর লোকলোকান্তরে যুগযুগান্তর- তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে হে ।।